বিখ্যাত প্রনালীগুলোর নাম মনে রাখার কৌশল। সাধারণ জ্ঞাণ । আর ভুলবেন না।
ছন্দে ছন্দে প্রণালী ।।
====================
১.পক প্রণালী – (ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো) ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
( প্রোটন কিং= ভাপশ্রী)
২. বেরিং প্রণালী – (আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং) আমেরিকা হতে এশিয়া পৃথক ।
(প্রোটন কিং= আবেএ )
৩.জিব্রাল্টার প্রণালী – (মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়) মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
(প্রোটন কিং- আজিই)
৪. ফ্লোরিডা প্রণালী – (ফ্লোরিডা কিবা?) ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
( ফকির )
৫.মালাক্কা প্রণালী – ( সুমিত্রা মালির মেয়ে) সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।e
( মাসুমা)
৬. হরমুজ প্রণালী – (আমিরাতের ইরানী তরমুজ খায়) আরব আমিরাত ও ইরানের মধ্যে অবস্থিত।
৭. বাব-এল-মান্দেব– ( লোহা এখন আরবে ) লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
( আবাল)
৮. ডোভার প্রণালী – (UK ও FRANCE এর মাঝে ডোবা আছে) যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
( Proton King= UDOF)
৯. বসফরাস প্রণালী – (ইউরেশিয়া) ইউরোপ হতে এশিয়া পৃথক।
( প্রোটন কিং= এ বই)
১০. পানামাখাল– (উত্তর দক্ষিণ আমেরিকায় পান খাওয়া নিষেধ) উত্তর আমেরিকা হতে দক্ষিণ আমেরিকা পৃথক।
দু রকম ছন্দ যুক্ত করা হয়েছে। যে ভাবে মনে থাকে আর কি।
Reviewed by Joynal Abdin
on
Friday, December 18, 2020
Rating:

No comments: