ভাষারীতি ও বিরাম চিহ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নোওর
( অ্যাডমিশন/নিবন্ধন/বিসিএস/প্রাইমারি পরিক্ষায় এখান থেকে ১ মার্ক আসে)
১) লেখা/পড়ার সময় বিরতির জন্য ব্যবহার হয় ॥বিরাম/যতি/ছেদ চিহ্ন
২) যেসব বিরাম চিহ্নে থামা লাগেনা॥ হাইফেন, ইলেক/লোপ, বন্ধনী
৩) যেসব বিরাম চিহ্নে ১ সেকেন্ড থামতে হয়॥ দাঁড়ি, জিঞ্জাসা, বিস্ময়, কোলন, কোলন ড্যাস, ড্যাস।
৪) ভাষার বিভিন্ন উপাদানের গঠন, প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করেন॥ ব্যাকরণবিদ
৫) ভাষার পরিবর্তন ঘটে॥ দেশ, কাল ও পরিবেশ ভেদে।
৬) বাংলা ভাষায় বিরামচিহ্ন॥ ১২টি
৭) দুই দাঁড়ির ব্যবহার দেখা যায়॥ কবিতা বা গানের স্তবকের শেষে।
৮) পাঁগড়ি বেঁধে যাচ্ছে কা’রা? “কারা” শব্দটির মধ্যবর্তি চিহ্নটি কি?॥ ইলেক চিহ্ন
৯) যে এলাকার মানুষের মুখের ভাষাকে কেন্দ্র করে বাংলা সাহিত্য সৃষ্টি ও প্রসার লাভ করে॥ কুষ্টিয়া, কলকাতা, নদীয়া
১০) লেখ্য ভাষার দুটি রূপ॥ সাধু ও চলিত
১১) সম্বোধন পদের পর যে চিহ্নটি ব্যবহার হয়॥ কমা
১২) বন্ধনী চিহ্ন বাক্যে ব্যবহৃত হয়॥ ব্যাখ্যামূলক
১৩) ক থেকে ম পর্যন্ত ২৫ টি ধ্বনিকে বলা হয়॥ স্পর্শ ধ্বনি
১৪) বুনো যে ভাষা রীতির শব্দ॥ চলিত
১৫) ভাষার মূল উপকরন॥ বাক্য
১৬) ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়॥ বিলুপ্ত বর্ণের জন্য
১৭) উদ্ধিতি চিহ্ন॥ ২ প্রকার
১৮) ভাষার যে রীতি পরিবর্তনশীল॥ চলিত রীতি
যতিচিহ্নের নাম আকৃতি বিরতি কাল
কমা বা পাদচ্ছেদ , ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
সেমিকোলন ; ১ বলার দ্বিগুণ সময়।
দাঁড়ি বা পূর্ণচ্ছেদ । এক সেকেন্ড।
প্রশ্নবোধক চিহ্ন ? এক সেকেন্ড।
বিস্ময় ও সম্বোধন চিহ্ন ! এক সেকেন্ড।
কোলন : এক সেকেন্ড।
ড্যাস — এক সেকেন্ড।
কোলন ড্যাস :- এক সেকেন্ড।
হাইফেন – থামার প্রয়োজন নেই।
ইলেক বা লোপ চিহ্ন ’ ঐ
একক উদ্ধৃতি চিহ্ন ‘ ‘ ‘এক’ উচ্চরণে যে সময় লাগে।
যুগল উদ্ধৃতি চিহ্ন “ ” ঐ
ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) ( )
{ }
[ ] থামার প্রয়োজন নেই।
ধাতু দ্যোতক চিহ্ন √ থামার প্রয়োজন নেই।
পরবর্তী রূপবোধক চিহ্ন < থামার প্রয়োজন নেই।
পূর্ববর্তী রূপবোধক চিহ্ন > থামার প্রয়োজন নেই।
সমান চিহ্ন = থামার প্রয়োজন নেই।
বর্জন চিহ্ন … থামার প্রয়োজন নেই।
সংক্ষেপণ চিহ্ন . থামার প্রয়োজন নেই।
Reviewed by Joynal Abdin
on
Wednesday, December 16, 2020
Rating:

No comments: