Basic concept
Basic!!! Basic!!!!Basic!!!
1) কোন Sentence এর Subject হিসেবে Gerund /Infinitive /Verbal noun এর যেকোন একটি form ব্যবহার করলেই হবে।
★ Reading book is my hobby. (Gerund)
Or
★ To read book is my hobby. (Infinitive )
Or
★ The reading of book is my hobby (Verbal noun)
উপরের তিনটি বাক্যের বাংলা অর্থ একই “বই পড়া আমার শখ। “
# Note Gerund/infinitive /verbal noun যখন Subject হিসেবে বসবে তখন ঐ Sentence এর Verb singular হবে।
2) উদ্দেশ্য বুঝানোর জন্যে to/in order to /so as to যেকোনোটা ব্যবহার করা যাবে।
★ The officer took the gun to kill the tiger.
★ The officer took the tiger in order to kill the tiger.
★ The officer took the gun so as to kill the tiger.
উপরের তিনটি বাক্যের বাংলা অর্থ একই “অফিসার বন্ধুকটি নিয়েছিল বাঘটি মারার জন্য “
#Note : to /in order to /so as to এর পরে সব সময় Verb এর Base form বসবে।
Basic concept
Reviewed by Joynal Abdin
on
Monday, December 14, 2020
Rating:
Reviewed by Joynal Abdin
on
Monday, December 14, 2020
Rating:

No comments: