Direct object Vs Indirect objective
Direct object Vs Indirect object
Direct object: কোন বাক্যে যদি দুইটি Object থাকে তখন বস্তুবাচক Object টি Direct object.
Example:
1) He gave me a rose.
√ উপরোক্ত বাক্যে Me এবং Rose এখানে rose বস্তু তাই এটি Direct object.
Note : কোন Sentence এ একটা মাত্র Object থাকলে সেটা ব্যক্তি বস্তু যাই হোক না কেন Direct object ধরতে হবে।
Example:
1) I bought a book.
√ উপরোক্ত বাক্যে একটা Object book এবং সেটা Direct object.
2) He called me.
√ উপরোক্ত বাক্যে Me একটি Object এবং সেটা ব্যক্তি হলেও Direct object ই ধরতে হবে কারন একটি মাত্র object থাকলে সেটা যাই হোক না কেন Direct object.
Indirect object: কোন Sentence এ দুইটি Object থাকলে ব্যক্তি বাচক Object টি Indirect object.
Example:
1) He gave me a rose.
√ এখানে me এবং Rose দুইটি Object আর এর মধ্যে me হলো ব্যক্তিবাচক তাই এটি Indirect object.
Indirect object সমূহ:
Me, Us, You, Him, Her, Them, যেকোন মানুষের নাম।
Direct ও Indirect object ব্যবহারের নিয়মঃ
1) সাধারনত কোন Sentencr Indirect object টি আগে এবং Direct object টি পরে বসে।
Example:
1) He showed me a snake.
√ এখানে Me indirect object তাই me আগে বসছে এবং পরে Direct object snake বসছে।
2) যদি Direct object টি আসে এবং Indirect object টি পরে বসে তখন দুই Object এর মাঝে to/for বসে।
Example:
1) He gave a pen to me.
√ এখানে Direct object pen আগে এবং indirect object me পরে বসায় মাঝে একটা to বসেছে।
Reviewed by Joynal Abdin
on
Monday, December 14, 2020
Rating:

No comments: